প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ত্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অত্র স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নূর-উর-রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান সরকার ও নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম জার্জিস কাদির।
এছাড়াও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক আলী আজগরসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের আনুষ্ঠিকতা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, বাংলাদেশ পোষাক শিল্প, মৎস্য চাষসহ অন্যান্য সেক্টরে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সফলতা ধরে রাখতে বিজ্ঞান ভিত্তিক লেখাপড়া করার কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে এদেশের মানুষের মাথা পিছু গড় আয়ু বাৎসরিক ১৮০০ ডলার। আগামী ২০৪১ সাল নাগাদ তা বেরে দাঁড়াবে ১২ হাজার ডলারে। আর এই কাংখিত লক্ষ্যে পৌঁছাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বর্তমান শিশু আগামীর ভবিষ্যৎ ও রাষ্ট্র পরিচালনার মুল চালিকাশক্তি। এই সকল কমলমতি শিক্ষার্থী এবং শিশুদের হাতে কোনভাবেই মোবাইল ফোন তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি তিনি অনুরোধ জানান। সেইসাথে কোন ছেলে মেয়ে যেন মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহবান জানান প্রধান অতিথি। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
জানুয়ারি ২৮
০৩:১৯
২০১৯