স্টাফ রিপোর্টার: নগরীতে রেভা. হেমেন হালদারের পুণ্য বিশপ পদে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পর্বে সাজানো অনুষ্ঠানে অতিথি ছিলেন চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ এস এস মানখিন, ঢাকার বিশপ পল শিশির সরকার, বিশপ এম এস বারই, বরিশাল ডায়োসিস এর বিশপ সৌরভ ফলিয়া, রাজশাহী ক্যাথলিক চার্চের বিশপ জেভার্স রোজারি। এছাড়াও আমেরিকা, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশের বিশপ, ধর্মীয় জাজক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খৃষ্ট ধর্মাবলম্বি নারী-পুরুষ উপস্থিত ছিলেন। রেভা. হেমেন হালদার কুষ্টিয়া ডায়োসিসের বিশপ নিযুক্ত হন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনড ট্রেজারার লরেন্স মন্ডল ও ফ্লোরা সরকার বর্ষা।
রেভা. হেমেন হালদারের পুণ্য বিশপ পদে অভিষেক
জানুয়ারি ২৮
০৩:১২
২০১৯