রাবি প্রতিনিধি: বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.রাশেদুল কবির বাঁধনকে আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিপু রায়, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অসীম দে ও আইন বিভাগের শিক্ষার্থী সবুজ মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন বাসদ (মাকর্সবাদী) রাজশাহী জেলা শাখার সমন্বয়ক কমরেড আতিকুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের সাঊেশ নেতা সাজ্জাদ লিওন সর্দার প্রমুখ। কমিটি ঘোষণা শেষে নেতাকর্মীরা অবিলম্বে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে রাকসু নির্বাচন দিয়ে দখলদ্বায়িত্বমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানায়।
রাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি গঠন
জানুয়ারি ২৮
০৩:১১
২০১৯