শীতের প্রভাব কমেছে, বিদায় হয়নি
সারাদেশে শীতের প্রভাব কমেছে, তবে শীত এখনো যায়নি। দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে এবং রাতের বেলা কমছে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় পড়েছে মাঝারী কুয়াশা। মাঘের মাঝামাঝিতে আবহাওয়ার এই অবস্থায় দেশের সব স্থানে বিভিন্ন বয়সের মানুষ ঠান্ডাজনীত রোগে আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনের খবর গতকাল গণমাধ্যমে এসেছে।
ষড়ঋতুর এই দেশে এখন শীতকাল, আর মাঘ শেষ হলেই শীতকাল শেষ হয়ে আসবে ঋতুরাজ বসন্ত। তবে বসন্ত আসার পূর্বের এই সময়টাতে ঠান্ডা গরম আবহাওয়ার কারনে সহজে মানুষ নানান রোগ বালাইয়ে আক্রান্ত হয়। এখন সেটাই লক্ষ্য করা যাচ্ছে। এ সময় তাই সব বয়সীদেরই যথেষ্ট সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, তেমনি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
এদিকে শীত কমলেও এখনি শীত যাচ্ছে না তেমনি সতর্কতা দিয়েছে আবহাওযা অধিদপ্তর। সে পূর্বাভাসে বলা হয়েছে দেশের প্রায় সব স্থানের তাপমাত্রা ১০ ডিগ্রীর উপরে উঠলেও ফের এই তাপমাত্রা ১০ ডিগ্রীর নীচে নেমে যেতে পারে এবং এই অবস্থা ৩০ তারিখের পর ৩/৪ দিন অব্যাহত থাকবে পরে, সে সময় অনেক স্থানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাবে। সেই সাথে রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসই বলে দেয় শীত এখনি যায়নি। বরং শীত আরেক দফা পড়ে বিদায় নেবে। ঋতু বদলের এই সময় তাই যথেষ্ট সাবধানতার সাথে থাকতে হবে নইলে বিপর্যয় দেখা দিতে পারে। তাই আমরা মনে কির চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিৎ সবার এই সময়টা।
এ সময় যে কোন বিপর্যয় রোধে দরকার চলাফেরার বাড়তি সতর্কতা
Spread the love
জানুয়ারি ২৮
০৩:১১
২০১৯