
স্টাফ রিপোর্টার: আগামী ছয় মাসের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে নগরভবনের মিনি কনফারেন্স কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির প্রথম সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় রাসিকের আয় বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। ওয়ার্ড পর্যায়ে হোল্ডিং ট্যাক্স আদায়ে ক্যাম্প পরিচালনা, বিনা অনুমতিতে বিল বোর্ড, পোস্টার, ট্রেড লাইসেন্সে বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মেয়র রাসিকের আয় সংশ্লিষ্ট সকল কাজে নিয়োজিতদের আরও বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সভায় রাসিকের গত বছরের জুন-ডিসেম্বর পর্যন্ত আয় ও ব্যয়ের বিভিন্ন খাত নিয়েও আলোচনা করা হয়।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ও ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন ছাড়াও প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ হোসেন শিমুল, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব ও বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।