স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পরিবর্তন সংগঠনের উদ্যোগে ৪র্থ বার্ষিকী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর বুলনপুর এলাকায় ‘আত্মত্যাগের মহিমায়, সমাজের পরিবর্তন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবর্তনের ক্বারী মানয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ড. মাওলানা ক্বারী মুহা: কাওসার হুসাইন, আর. আর. এফ পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী গোলাম সারওয়ার।
এসময় উপস্থিত ছিলেন, পরিবর্তনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল আলিম, সদস্য হাসিবুল ইসলাম, তারিক আজিজ, ফয়সাল, মাহাদি, রাজিব, ইউনুস আলী, আরিফুল ইসলাম ও রিপনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পিঠা উৎসবে এতিম ছাত্রদের মাঝে প্রায় সাত ধরনের শীতের পিঠা পরিবেশন করা হয়।
রাজশাহীতে পরিবর্তনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব
জানুয়ারি ২৭
০৩:২২
২০১৯