জয়পুরহাট প্রতিনিধি : পিইসি পরীক্ষায় সারা দেশের মধ্যে জয়পুরহাট জেলা সেরা হওয়ায় সেরা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস্ট তুলে দেন জয়পুরাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির, জয়পুরহাট সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার তারিক হোসেন ও বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মাহফুজ মন্ডল তালুকদার উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ায় অভিভাবকরা শিক্ষক ও সংসদ সদস্যেও প্রতি কৃতজ্ঞতা জানান।
জয়পুরহাটে পিইসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
জানুয়ারি ২৭
০৩:১৯
২০১৯