মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকানের সমুদয় মালামাল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের শাটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকান্ডে উজ্জল, মামুনুর রশিদ, মিল্টন ও রাজুর মুদিখানার, মিঠুনের মেশিনারিজ, নজরুলের নারিকেলের দোকানসহ ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক।
মান্দায় অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত
জানুয়ারি ২৬
০৩:৩৩
২০১৯