Daily Sunshine

চারঘাটে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ নেতৃত্ব বিল্পব

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আগামী মাসেই হতে পারে এমন গুঞ্জন উপজেলার সর্বত্র। তাই এই নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এমন আলোচনা চলছে।
রাজশাহীর চারঘাটে তরুণ নেতৃত্ব ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিল্পব এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেতা আগ্রহী। তিনি আওয়ামী লীগের সমর্থনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। ইতোমধ্যেই তিনি এলাকায় গনসংযোগ করে ভোটারদের দোয়া চাইছেন।
গোলাম কিবরিয়া বিল্পব বলেন, ‘‘আমি ২০১০ সালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক ও ২০১৫ সালে জেলা সহ-সভাপতি ছিলাম। রাজনীতির পাশাপাশি জনগনের সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত আছি। তাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি মনোনয়ন প্রত্যাশা করি। জনপ্রিয়তা বিবেচনায় এবার হয়ত আমিই মনোনয়ন পাবো। তবে দল যদি আমাকে মনোনয়ন দেয়া তাহলে আমি অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবো।’’
তিনি আরও বলেন, ‘‘চারঘাট উপজেলায় সাংগঠনিকভাবে আমার কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। দল এখন ঐক্যবদ্ধ এবং আগের যেকোন সময়েরে চেয়ে অনেক শক্তিশালী। তাই তৃণমূলের সমর্থন আমার পক্ষে রয়েছে।’’
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নোমান পারভেজ বলেন, ‘‘তরুন প্রজন্মের কর্মসংস্থানসহ তাদের মাদক থেকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন গোলাম কিবরিয়া বিপ্লব। ইতোমধ্যেই তিনি বিভিন্ন এলাকায় গনসংযোগ করে বতর্মান সরকারের উন্নয়নের বার্তা জনগনের মাঝে তুলে ধরছেন। তাই এবার চারঘাটে ভাইস চেয়ারম্যান হিসাবে আমরা তার মনোনয়ন প্রত্যাশী।’’
চারঘাট উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৭ শ ২৫ জন।

জানুয়ারি ২৬
০৩:৩০ ২০১৯

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সানশাইন ডেস্ক : মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি মাসেই গণবিজ্ঞপ্তি জারি করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৭ হাজার ৩৬০টি শূন্য পদের তালিকা

বিস্তারিত