সানশাইন ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশকৃতদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে আটটায় এনটিআরসিএর ওয়েবসাইটে (হমর.ঃবষবঃধষশ.পড়স.নফ) এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে দুই দফায় তালিকা প্রকাশের প্রস্তুতি নিয়েও তা প্রকাশ করেনি এনটিআরসিএ।
বৃহস্পতিবার দুপুরে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, বৃহস্পতিবার যে কোনও সময় তালিকা প্রকাশ করা হবে। তবে, পরে শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার তালিকা প্রকাশ না করে আরও যাচাই-বাছাই করে শনিবার প্রকাশের কথা বলেন।
এস এম আশফাক হোসেন বলেন, গত ১৯ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার ৫৩৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সুপারিশকৃত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এরপর সুপারিশপত্র প্রকাশ করা হবে। সুপারিশকৃত প্রার্থীরা নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্রটি ডাউনলোড করে নিবেন।
তিনি বলেন, কোনও প্রতিষ্ঠান সুপারিশকৃতদের নিয়োগে বাধা দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত অভিযোগ পেলে এনটিআরসিএ থেকে শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হবে। বোর্ড প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙ্গে দিবে।
উলে¬খ্য, গত ১৮ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক পদে ৩১ লাখ আবেদন জমা পরে।
বেসরকারি শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ
জানুয়ারি ২৫
০৩:৩৮
২০১৯