Daily Sunshine

নগরীতে স্মৃতি সংঘের উদ্যোগে ক্রিকেটারদের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার : শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ একাদশ ক্রিকেট টিমের সদস্যদেরর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এতে উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, আব্দুল ওয়াহিদ খান টিটু, খাদেমুল ইসলাম মামুন, লিপি বেগম।
আরো উপস্থিত ছিলেন, টিমের কোচ মুস্তাকিন ও ম্যানেজার শাওন, ক্যাপ্টেন ফরহাদ হোসেন, সাকলাইন সজিব, মামুন, জুবায়ের। অনুষ্ঠানে ২০ জন ক্রিকেটারের মাঝে জার্সিসহ পোশাক বিতরণ করা হয়।

জানুয়ারি ২৩
০৩:৫০ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]