Daily Sunshine

নগরীতে পুলিশ ফাঁড়ির পাশের দোকানে চুরি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন শিরোইল পুলিশ ফাঁড়ির পাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে আর টেলিকম নামক দোকানে এ চুরির ঘটনা ঘটে। সংঘটিত চুরিতে নগদসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক ইদুল হক।
জানা যায়, চুরিতে নগদ ১ লাখ টাকা, ৫০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড ও ১০ হাজার টাকার সিগারেট চুরি হয়েছে। সকালে দোকান খোলার সময় দোকানের মালিক বিষয়টা জানতে পারেন। সাটারিং ও কাচি গেটে লাগানো তালার কোনটাই পাওয়া যায়নি। তাই কিভাবে চুরি হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে কিছুই বলতে পারেননি দোকানের মালিক ইদুল হক ও নাইট গার্ডরা।
ইদুল হক বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানে চুরি হয়েছে। কিভাবে চুরি হয়েছে বোঝা যাচ্চে না। দোকানের দুইস্তরের গেট লাগানো থাকে। বাইরে সাটারিং ও ভেতরে কাচি গেট। দুইটি গেটের একটাতেও তালা ছিলনা। তাই বোঝা যাচ্ছে না যে তালা ভেঙে চুরি করতে ঢুকেছিল না অন্যভাবে। এবিষয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে জানালেও কোন থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করেন নি বলে জানান ইদুল হক।
এ বিষয়ে জানতে শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহফুজ ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

জানুয়ারি ২২
০৩:৫৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]