Daily Sunshine

এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান প্রসঙ্গ

বর্তমান একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কো- চেয়ারম্যান জিএম কাদের। এ সংক্রান্ত সাংগঠনিক নির্দেশনা সরাসরি বিবৃতি আকারে পাঠানো হয়েছে গণমাধ্যমে যা গতকাল বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। এর আগে গত ১লা জানুয়ারি এরশাদের অনুরূপ একটি চিঠি গণমাধ্যমে দেয়া হয়। এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে এবার এই সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়। এতে স্পষ্ট করে বলা হয়েছে পার্টি চেয়ারম্যান এরশাদের অবর্তমানে এবং বিদেশে চিকিৎসাকালিন সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
টানা নয় বছর দেশ পরিচালনা করেছেন শক্ত হাতে সামরিক শাসক এইচএম এরশাদ। ৯০‘র গণআন্দোলনের মাধ্যমে এই স্বৈরশাসকের পতন ঘটে। এরপর জাতীয় পার্টি গভীর সংকটে পড়ে। সে অবস্থা থেকে এরশাদের জাতীয় পার্টি কৌশলী অবস্থান নিয়ে ঘুরে দাঁড়ায় এবং দশম ও একাদশ জাতীয় সংসদে বিরোধী দল। এর মধ্যে দশম সংসদের দুই রূপে (তথা সরকার ও বিরোধী) ছিল জাতীয় পার্টি।
এরশাদের কৌশলী অবস্থানের কারণেই তিনি যেমন আলোচিত ঠিক তেমনি সামরিক শাসনের আওতায় গড়ে তোলা তাঁর দল জাতীয় পার্টি ও সমান ভাবে আলোচিত। এখন যখন একাদশ সংসদে তাঁর দলের বিরোধী দলের ভূমিকা পালন নিয়ে কথা হচ্ছে তেমনি তাঁর অবস্থা অবস্থান ও বিরোধী দলীয় নেতা নিয়ে কী ভূমিকা হবে সে নিয়েও আলোচনা হচ্ছে।
জাতীয় পার্টি এবার বিরোধী দলের ভূমিকা পালন করবে। ইতোমধ্যে এরশাদ এ সম্পর্কে ঘোষণা দিয়েছেন এবং তিনি বিরোধী দলী নেতা, জিএম কাদের উপনেতা ও মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় হুইপ হবেন সে ঘোষণাও দেয়া রয়েছে। আসছে ৩০শে জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসবে। ঠিক তার আগে আজ দুপুরে এরশাদ চিকিৎসার জন্যে যাচ্ছেন সিঙ্গাপুর। তিনি গুরুত্বর অসুস্থ এবং ধারনা করা হচ্ছে এই অধিবেশনে তার যোগদানের সম্ভাবনা ক্ষীণ। এই অবস্থায় তাঁর অবর্তমানে কেমন ভূমিকায় থাকবে জাতীয় পার্টি।

জানুয়ারি ২০
০৩:৩২ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]