Daily Sunshine

উন্নত সমৃদ্ধ দেশ গড়তে এর প্রয়োজন সবচেয়ে বেশী

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা
দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। সুশাসন তথা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতি বড় দেওয়াল তৈরী করেছে। প্রতিটি স্থানে দুর্নীতি সর্বক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি ও সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ নষ্ট করে চলেছে। এই অবস্থায় এবার সরকার গঠন করে মন্ত্রণালয় পরিদর্শণে গিয়ে বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা। এক্ষেত্রে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যে ভাবে ব্যবস্থা নিয়েছে সরকার একই ভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ সময় তিনি বলেন একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্যে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা জরুরী। প্রধানমন্ত্রীর এই বক্তব্য গতকাল বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী এই বক্তব্যের সাথে কারো দ্বিমত করার সুযোগ নেই। দেশের উন্নয়ন অগ্রগতির পূর্বশর্তই হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণতান্ত্রিক সমাজ। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিশেষ তাৎপর্য রয়েছে বলে আমরা মনে করি। তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ তথা দেশ গড়ার স্বপ্ন দেখেন আর সে লক্ষ্যে তার সরকারের সব কর্মকাণ্ড এগিয়ে নিতে চান। এ জন্যে প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন। এ কথা মন্ত্রণালয় কর্মকর্তাদের মনে করিয়ে দিয়েছেন এবং এক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত সে দুর্নীতি সেখানে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মেনে জনপ্রশাসনের সাথে অন্যরাও কাজ করবে এই প্রত্যাশা আমাদের।

জানুয়ারি ১৯
০৩:৩৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]