Daily Sunshine

জয়পুরহাটে বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধি : খুদে বিজ্ঞানী খুঁজে বের করতে জয়পুরহাটে ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটারলজি (বিসিএসআইআর) চত্বরে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় এই মেলার উদ্বোধন করেন যুগ্ম সচিব শওকত আলী
বিসিএসআইআরের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরুজ্জামান, গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মাহফুজুর রহমান সহ অন্যান্যরা। মেলায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন খুদে বিজ্ঞানী ৪৫টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবিত ১৬০টি গবেষণা প্রকল্প প্রদর্শন করছে।

জানুয়ারি ১৮
০৩:২০ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত