Daily Sunshine

নগরীতে শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া শুরু

স্পোর্টস রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৮তম শীতকালিন জাতীয় স্কুল ও মামারাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তৌহিদ আরা এর সভাপতিত্বে এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। বিশেষ অতিখি ছিলেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৮টি জেলার প্রায় ৩৫০ জন অংশ গ্রহন করছে। হকিতে বালকদের গ্রপে রাজশাহী ৭-০ গোলে বগুড়া ও বালিকা বিভাগে রাজশাহী ৩-০ গোলে বগুড়া জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বাকী খেলাগুলির ফাইনাল অনুষ্ঠিত হবে।

জানুয়ারি ১৮
০৩:১৭ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]