Daily Sunshine

প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের ইন্তেকাল ॥ আমরা শোকাহত

প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর খবর গতকাল বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। সত্তর ঊর্ধ্ব প্রয়াত এই সংবাদ মাধ্যমকর্মী দীর্ঘদিন সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে যুক্ত ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব থাকাকালিন সাংবাদিকদের ন্যায়সংগত দাবিতে স্বৈরশাসক এরশাদের সময় যে আন্দোলন গড়ে উঠেছিল তা এদেশের আন্দোলন সংগ্রামে এক ইতিহাস হয়ে রয়েছে। ৯০’র ওই আন্দোলনের মাধ্যমে সে সময় সাংবাদিকরা তাদের দাবি আদায়ে সামর্থ হয়েছিলেন।
প্রবীণ এই সাংবাদিক সব সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন পেশাদারিত্বে আর সেই অবস্থানে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করে গেছেন। বর্ষিয়ান এই গণমাধ্যম ব্যক্তিত্ব নিউনেশান, ডেইলি স্টার, টেলিগ্রাফসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন, তিনি যুক্ত ছিলেন আমার দেশ ও ইন্ডিপেনডেন্ট ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে। সর্বশেষ তিনি ওয়ান লাইন নিউজ পোর্টাল, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র জেষ্ঠ্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। লিখেছেন কয়েকটি বই এসব যা সংবাদকর্মীদের জ্ঞান পিপাসা সেটাতে সহায়তা করছে। প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে দেশের অগণিত সাংবাদকর্মীর সাথে আমরাও গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে প্রত্যাশা করি তাঁর মতো সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের।

জানুয়ারি ১৮
০৩:১৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]