মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিউ সাফল্য কোচিং সেন্টারের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চৌবাড়িয়া বাজারে পল্লী বিদ্যুতের উত্তরপাশে এ কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মেছের আলী মাষ্টার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ উদ্দিন প্রামানিক, সহসভাপতি মির্জা মাহবুব মন্টু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রফাতুল্লাহ প্রামানিক, মজিদপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ হারুন অর রশিদ, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ, চৌবাড়িয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার, বিশিষ্ট ব্যবসায়ি শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ। শেষে ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মান্দায় কোচিং সেন্টারের উদ্বোধন
জানুয়ারি ১৭
০৩:৫৬
২০১৯