Daily Sunshine

৮ এমপির শপথ ও মহিলা সাংসদ প্রসঙ্গ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টের ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদের অপরাপর সদস্যরা শপথ নিলেও এখনো শপথ নেননি ঐক্যফ্রন্টের ওই ৮ জন। অথচ ইতোমধ্যে প্রকাশিত গেজেটে তাঁদের নাম রয়েছে সংসদ সদস্য হিসেবে। তাই তাঁরা সরকারি সুযোগ-সুবিধা পাবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে সংসদ সচিবালয়ের একজন জেষ্ট্য সচিব গণমাধ্যমকে জানিয়েছেন। নির্বাচিতরা শপথ না নিলে বেতন ভাতাসহ সরকারি কোন সুযোগ সুবিধা পাবেন না। যে মুহূর্তে তাঁরা শপথ নিবেন তখন থেকে তা কার্যকর হবে। এ থেকে এটা পরিষ্কার বিএনপি-ঐক্যফ্রন্টের যে ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা শপথ না নিলে সংসদ সদস্যের কোন সুবিধাদি পাবেন না। এখন কথা হচ্ছে ঐক্যফ্রন্টের সদস্যরা এমত: অবস্থায় কী করবেন?
এদিকে সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদের প্রতিনিধিত্বশীল দলগুলোর সংখ্যানুপাতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্রসহ অন্যরা পাবে ২টি আসন। এসব আসনে কারা প্রার্থী হচ্ছেন সেদিকে দৃষ্টি সবার। এক্ষেত্রে আওয়ামী লীগের দিকেই দৃষ্টি বেশী। দলটি প্রার্থী মনোনয়নে ছয়টি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করবে বলে খবরে বলা হয়েছে। অন্যদলগুলো কি ভাবে প্রার্থী বাছাই করছে সে সম্পর্কে তেমন কোন তথ্য গণমাধ্যমে আসেনি। আর বিএনপি ঐক্যফ্রন্ট আদৌ কোন প্রার্থী দেবে কিনা তাও পরিষ্কার নয়। তবে যায় হোক ১৭ই ফেব্রুয়ারি এ নির্বাচনের তফষিল ঘোষিত হলে বোঝা যাবে পুরো বিষয়টি। এখন সেদিকেই দৃষ্টি সবার।

জানুয়ারি ১৭
০৩:৪৪ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]