Daily Sunshine

উপজেলায় জাপার এককভাবে লড়ার সম্ভাবনা বেশি: রাঙ্গা

সানশাইন ডেস্ক: জাতীয় পার্টি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সিরিয়াসলি নিতে চায়। তাই এককভাবে নির্বাচন করারর সম্ভাবনা অনেক বেশি বলে জানিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে নীলফামারীর কিশোরগঞ্জ ও রাজশাহী মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
রাঙ্গা আরো বলেন, উপজেলা নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহাজোটগতভাবে নাকি এককভাবে নির্বাচন হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা নিয়ে মহাজোটের সঙ্গে আলোচনা হবে। তবে এককভাবে নির্বাচনের সম্ভাবনা অনেক বেশি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাপা মহাসচিব বলেন, জাপা প্রকৃত বিরোধীদলের ভূমিকা পালন করবে। আমরা সংসদ সদস্যদের বলে দিয়েছি, সংসদের কার্যপ্রণালী বিধি ভালো করে আয়ত্ব করবেন। যেনো তারা অধিবেশনে শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। আমরা সরকারের ভুলত্রুটিগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই। এর মাধ্যমে দ্বাদশ নির্বাচনে কাঙ্খিত ফল পাবে জাপা। মসিউর রহমান রাঙ্গা বিরোধীদলের চিফ হুইপ নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানান কিশোরগঞ্জ উপজেলা যুবসংহতির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম মিন্টু, রাজশাহী মহানগরের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহ-সভাপতি ফেরদৌসি জোহা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিমসহ সিনিয়র নেতারা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান

জানুয়ারি ১৬
০৩:৫৪ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত