Daily Sunshine

নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী নগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ০৯ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ১৮ জন, কাটাখালি থানা ১৩ জন, বেলপুকুর থানা ০৫ জন, শাহ মখদুম থানা ০৩ জন, এয়ারপোর্ট থানা ০২ জন, পবা থানা ০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৪ জন, দামকুড়া থানা ০৪ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ২৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

জানুয়ারি ১৬
০৩:৪৯ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]