Daily Sunshine

ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনারের রাবি সফর

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সফর করেছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয়সহ পারস্পরিক আগ্রহ সম্পর্কে আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।
পরে ড. সোয়াইকা রসায়ন বিভাগ পরিদর্শন করেন। সেখানে তিনি বিভাগের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদারসহ শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভাগের গবেষণাগার ও সেমিনার লাইব্রেরিসহ শিক্ষা ও গবেষণা সহায়ক সুবিধাদি ঘুরে দেখেন। প্রসঙ্গত, তিনি রসায়ন শাস্ত্রে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন ও দর্শনার্থী বইতে মন্তব্য লেখেন।

জানুয়ারি ১৬
০৩:৪৮ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]