Daily Sunshine

রাবিতে ছাদ ভেঙ্গে নিচে পড়ে শিক্ষার্থী আহত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র ভবনের ছাদ ভেঙ্গে নিচে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনের চারতলার উত্তর-পশ্চিম কোণের ছাদ ভেঙ্গে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ওই শিক্ষার্থীর নাম শওকত ওমর সজীব। সে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সজীবের এক হাত-পা ও কোমড়ের হাড় ভেঙ্গে গেছে। সে এখন রক্তবমি করছে। তার অবস্থা খুবই গুরুতর।’
জানা গেছে, কøাস শেষে সজীব বেলা সাড়ে ১১টার দিকে রবীন্দ্র ভবনের চতুর্থতলার উত্তর-পশ্চিম কোণের ছাদে রোদ পোহাতে গিয়েছিল। সে ছাদের কোণে দাঁড়ানোর সাথে সাথে ছাদের রেলিং ও কোণ ভেঙ্গে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এবিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সময় আমি ক্লাসে ছিলাম। পরে জানতে পেরে শিক্ষার্থীর খোঁজ নিয়েছি এবং সুচিকিৎসার জন্য ব্যবস্থা করছি।’

জানুয়ারি ১৬
০৩:৪৭ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]