প্রেস বিজ্ঞপ্তি : রংপুর স্টেডিয়ামে ১৮ জানুয়ারি হতে ইয়াং টাইগার অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা ক্রিকেট দল গঠন করা হয়েছে।
জেলা দলের খেলোয়াড়রা হলেন, মহিন উদ্দিন সইকত, হাসিব নেওয়াজ সাহস, তারেক মনোয়ার, মোজাহিদ ইসলাম, ইউসুফ, শাহুরিয়ার, ফরাদ-উজ-জামান, আল মাশরাফি, জহিদ হোসেন আবির, ফাহিম শাহরিয়ার জারিফ, ইকবাল রাজ, মেহেদী হাসান অভি, আবির হোসেন, আব্দুল্লাহ বিন আলিম, তারেক রহমান, স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে থাকবেন ইকরামুজ্জামান রোকন, আরাফাত হোসেন ও তৈসিফ বিন আলম। খেলোয়াড়দের বুধবার বেলা ১১টায় বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন মাঠে দলীও ম্যানেজার মোজাম্মেল হক ও দলীও কোচ তুষার এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।
রাজশাহী জেলা অনুর্ধ-১৬ ক্রিকেট দল গঠন
জানুয়ারি ১৬
০৩:৪৬
২০১৯