Daily Sunshine

বাগামারায় সমাজসেবী কাজেম উদ্দিনের কুলখানী অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি : ভবানীগঞ্জ পৌরসভার ডাকতা মহল্লার বিশিষ্ট সমাজে সেবক দানশীল ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী ও ডাকতা মহল্লার কাউন্সিলর হাসান আলীর বড় চাচা কাজেম উদ্দিনের কুলখানী মঙ্গলবার মরহুমের নিজ গ্রাম ডাকতা মহল্লার অনুষ্ঠিত হয়েছে। কাজেম উদ্দিন(৭৮) ১৮ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি ডাকতা মহল্লায় ইন্তেকাল করেন।
কুলখানীতে ডাকতা মহল্লা সহ আশে পাশের গ্রামের শতশত জনতা, মহহুমের নিকট ও দূরসর্ম্পকীয় আত্মীয়স্বজন, শুভাকাঙ্খিসহ ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ভবানীগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুলখানীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে মরহুমের কুলখানি উপলক্ষে বাগমারার সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, কাজেম উদ্দিন ছিলেন সমাজের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি নিঃসন্তান হওয়ায় তার সকল ভালবাসা ও ধনসম্পদ দিয়ে সারা জীবন সমাজের সেবা করে গেছেন। ভবানীগঞ্জ তথা বাগমারাবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

জানুয়ারি ১৬
০৩:৪৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]