
বাগমারা প্রতিনিধি : বাগমারায় ভিজিডি’র(দুস্থ মাতা) সদস্যদের মাঝে তাদের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনশ তিন জন দুস্থ মাতার হাতে তাদের জমাকৃত সঞ্চয়ের টাকা তুলে দেন উপজেলা ভিজিডি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে ১৫৮ জন এবং নরদাশ ইউনিয়নে ১৪৫ মিলে মোট ৩০৩ জন দুস্থ মাতার হাতে গতকাল তাদের সঞ্চয়কৃত ১১ লাখ ৪৯৬ টাকা প্রদান করা হয়। এসব দুস্থমাতাদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি হারে চাল বরাদ্দ দেয়া হতো। তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ভিজিডি’র সদস্যদের মাঝেও একই ভাবে তাদের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হবে।