Daily Sunshine

কাউন্সিলর মাহাতাবের সঙ্গে নিটল মটরের প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিটল মটর লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট বাস সিজমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আশিফ ইকবাল। সোমবার সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিটল মটর রাজশাহী এরিয়ার প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সবুজ, ভারতের মুম্বাইয়ের এ্যাসিস্টেট ম্যানেজার জয়ন্ত খোসলা। এসময় ব্যবসায়ী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জানুয়ারি ১৫
০৩:৩২ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]