Daily Sunshine

ফিলিস্তিনে খাদ্য সংকট চরমে

সানশাইন ডেস্ক: তহবিল সংকটের কারণে ফিলিস্তিনে খাদ্য সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)। আর তাতে দেশটিতে আবারও চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রায় ২৭ হাজার মানুষ জাতিসংঘের খাদ্য সহায়তা পাচ্ছে না। গাজায় ১ লাখ ৬৫ হাজার মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে।
ডব্লিওএফপি’র ফিলিস্তিনের ডিরেক্টর স্টিফেন কিয়েরনি জানিয়েছেন, গত ৪ বছর ধরে তাদের তহবিল সংগ্রহে ভাটা পড়েছে। তাই তারা ফিলিস্তিনে খাদ্য সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মূলত এই খাদ্য সরবরাহ কার্যক্রমে যুক্তরাষ্ট্র তার অর্থ সহায়তা বন্ধ করে দেয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বলেও জানার স্টিফেন কিয়েরনি। উল্লেখ্য, ২০১৮ সালে গাজায় ২ লাখ ৫০ হাজার ও পশ্চিম তীরে প্রায় সোয়া লাখ লোককে খাদ্য সহায়তা দিয়ে আসছিল জাতিসংঘের এই সংস্থাটি।

জানুয়ারি ১৫
০৩:২৬ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত