স্টাফ রিপোর্টার : ‘তোমার প্রত্যাবর্তনে পূর্ণতা পেল স্বাধীনতা’ স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লক্ষীপুরস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা যুবলীগ এ মাহফিলের আয়োজন করে।
জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, অধ্যক্ষ আব্দুর রউফ, মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মাসুম আল রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, তসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন, সেজান রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, সহ-সম্পাদক আজিজুর রহমান, সেলিম জাহাঙ্গীর, সদস্য তৌফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব বাবু।
বঙ্গবন্ধু ও আশরাফের মাগফেরাত কামনায় জেলা যুবলীগের দোয়া মাহফিল
জানুয়ারি ১৫
০৩:২০
২০১৯