Daily Sunshine

কোলের শিশু ফেলে প্রেমের টানে উধাও গৃহবধূ

স্টাফ রিপোর্টার, বাঘা : কোলের শিশু ফেলে প্রেমের টানে উধাও হয়েছে এক গৃহবধূ। রাতের আঁধারে সকলের অগোচরে প্রেমিকার হাত ধরে পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশ্যে। রাজশাহীর বাঘা উপজেলার তুলশীপুর চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মা ছাড়া আড়াই বছরের শিশু মুসলিমা অনেকটা অসহায় হয়ে পড়েছে।
খোজঁ নিয়ে জানা গেছে, প্রতিবেশী এক খালাতো ভাইয়ের সঙ্গে পরকিয়া প্রেমের টানে শাপলা বেগম নামে ওই গৃহবধূ ঘর ছেড়েছে। সন্ধান করেও তাদের খোঁজ মেলাতে পারেনি দুই পরিবার। ৫ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া শাপলার স্বামী মাসুদের বাড়ি গিয়ে দেখা যায়, দাদি মাবিয়ার কোলে বসে ছোট শিশুটি অসহায়ের মতো বসে আছে। মাঝে মাঝেই মা, মা বলে কান্না করছে। দাদি শিশুটিকে শান্তনা দেয়ার চেষ্টা করছে।
মাসুদ জানান, স্ত্রী চলে যাওয়ার চাইতে বেশি মর্মাহত হয়েছেন অবুঝ শিশুকে নিয়ে। তাকে কি করে বোঝাবেন, তার মা তাকে ফেলে রেখে চলে গেছে।
প্রায় ৬ বছর আগে একই গ্রামের আত্তাব আলীর মেয়ে শাপলার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর একমাত্র কণ্যা সন্তান মুসলিমার জন্ম হয়।
মাসুদ আরো জানান, ঘটনার দিন রাতে শিশুর কান্নায় তার ঘুম ভেঙে যায়। প্রকৃতির ডাকে বাইরে গিয়েছে বলে প্রথমত বিশ^াস জন্মেছিল। আধা ঘন্টা অপেক্ষার পর তার না ফেরায় বাইরে বের হয়ে খুঁজতে শুরু করি। এমনকি সারা রাত ধরে খোঁজ করেও পায়নি। পরে সন্ধান নিয়ে জানতে পারি তার খালাতো ভাই সেলিমের হাত ধরে পালিয়েছে।
মাসুদের মা মাবিয়া বেগম জানান, আত্মীয়তার সূত্র ধরে বাড়িতে উঠা বসা করতো সেলিম। এর মাঝে পরকীয়ায় জড়িয়েছে তা তারা বুঝে উঠতে পারেননি। শাপলা চলে যাওয়ার পর একই গ্রামের আসমত আলীর ছেলে সেলিমকে না পেয়ে তাদের পরকীয়ার বিষয়টি তারা নিশ্চিত হন। এদিকে সেলিমের বাড়িতে গিয়ে তাকে খুজে পাওয়া যায়নি।
তার মা হালিমা বেগম জানান, শনিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। পরে আর বাড়ি ফিরেনি। এক পর্যায় ফোন করেও কোন খোঁজ পাননি বলে জানান হালিমা। অন্যদিকে শাপলাকেও তার বাবার বাড়িতে পাওয়া যায়নি। তার পিতা আত্তাব আলী জানান, ওই রাতের পর থেকে তাদের দু’জনের মুঠোফোনে বন্ধ রয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন।

জানুয়ারি ১৪
০২:৫৫ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]