Daily Sunshine

রাজশাহীতে মাসব্যাপী হকি প্রশিক্ষণ শিবির সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার : রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও সিপাইপাড়া হকি প্রশিক্ষন কেন্দ্রের সহযোগিতায় রাহশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৩০ জন মেয়ে নিয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষন শিবির শেষ হয়েছে। প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন দেন জাতীয় হকি দলের প্রাক্তন খেলোয়াড় নুরুল আমিন চন্দন। প্রশিক্ষন শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব জলিকার নায়ন।
বিশেষ অতিথি ছিলেন জেলা হকি সমিতির সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী। এ সময় জেলা ক্রীড়া অফিসার আ ফ মুহাম্মদ ওবায়দুল হক, হকি সম্পাদক তৌফিকুর রহমান রতন, নির্বাহী সদস্য সরিফুর রহমান নুরুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১৪
০২:৪৯ ২০১৯

আরও খবর