Daily Sunshine

‘শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান বলেন, শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রান্তিক মানুষের কাছে পৌছে গেছে চিকিৎসা সেবাসহ সকল ধরনের সহযোগিতা, যা দেশের ইতিহাসে অন্যন্য দৃষ্টান্ত। শনিবার দুপুরে সরকারি শিশু পরিবার চত্বরে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
তিনি বলেন, বর্তমান সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে। যা অতীতের কোন সরকার এতো ভাবেনি, যা এ সরকারের আমলে অভূত উন্নয়ন।
গণপূর্ত বিভাগের তত্বাবধানে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সচিব জিল্লার রহমান।
পরে, তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুছ সামাদ মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা মো. আব্দুল মতিন প্রমুখ।

জানুয়ারি ১৩
০৩:১৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]