স্টাফ রিপোর্টার: রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানে যান্ত্রিকক্রুটি দেখা দিয়েছে। এরফলে শনিবার (১২ জানুয়ারী) বিকালে ওই বিমান আর উড্ডয়ন করতে না পারায় ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেলা ২টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমান (বাংলাদেশ- ৪৯২) ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহী থেকে প্রায় ৭৪ জন যাত্রী নিয়ে বিকেল ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়।
দুইবার চেষ্টা করেও বিমানটি উড্ডয়ন করতে না পারলে পরে যাত্রা বাতিল করা হয়। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ক্রুটি সারানোর কথা রয়েছে।
রাজশাহীতে বিমানে ক্রুটি, যাত্রা বাতিল
জানুয়ারি ১৩
০৩:১০
২০১৯