Daily Sunshine

জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে রেড ক্রিসেন্টের কর্মকর্তাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সঙ্গে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা মতবিনিময় করেছেন। কাতার রেডক্রিসেন্টের বাংলাদেশ প্রতিনিধি বাসাম খাদ্দাম গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ চেয়ারম্যানের বাসায় সাক্ষাত করতে গেলে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান রেডক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটেরও চেয়ারম্যান। রাজশাহীতে রেড ক্রিসেন্টের কার্যক্রমে গতি আনতে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় রেড ক্রিসেন্টের জুনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর মাহবুব ইলাহি ও রাজশাহী জেলা এবং সিটি ইউনিটের কর্মকর্তা বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১২
০২:৫৬ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]