Daily Sunshine

আক্কেলপুরে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ভিমরুলের কামড়ে ছাইদুল ইসলাম সোনার নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৌর সদরের সোনামুখী খেয়া ঘাটে ঘটনাটি ঘটে।
নিহতের ভাতিজা শিপন জানান, ছাইদুল ইসলাম সোনার বুধবার বিকালে মাঠ থেকে বড়ি ফেরার পথে তুলসীগঙ্গা নদীর খেয়া ঘাট সেতুর নিকট পৌছালে আচমকা দমকা বাতাসে ভিমরুলের বড় একটি চাক তার উপর আক্রমন করে। ওই সময় তার আশেপাশে কোন লোকজন না থাকায় তিনি পার্শ্বে একটি বাড়িতে আশ্রয় নেন। তখনো তার শরীর থেকে ভিমরুল সড়ে যায়নি। এতে তার মুখ থেকে লালা ঝড়তে থাকে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি সোনামুখী মকিমপুর গ্রামের মৃত-আফসার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক।

জানুয়ারি ১১
০২:৩৪ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]