Daily Sunshine

নাটোরে কারিগরি শিক্ষা বোর্ডের খাতা জালিয়াতির ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার খাতা জালিয়াতির ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মতুর্জা বাদী হয়ে শিক্ষক মাহামুদুন্নবী মিলনকে অভিযুক্ত করে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মতুর্জা জানান, সরকারী গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম শহরের বলারীপাড়া এলাকায় শিক্ষক মিলনের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এসময় শিক্ষক মিলনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ীর বিভিন্ন স্থান থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৩৭০টি পরীক্ষার খাতা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক মিলন স্বীকার করে বলেন, কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা থেকে টপ শিট পরিবর্তন করে ফাঁকা খাতায় উত্তর লিখে আবার টপ শিট লাগিয়ে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এই জালিয়াতি করে আসছিলেন। এ ব্যাপারে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হলে পুলিশের উপ-পরিদর্শক তারিক আহম্মেদকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরো জানান, এসব অনৈতিক কর্মকান্ডের কারণে নাটোরের ন্যাশনাল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনলজি নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি মিলনকে চাকরিচ্যুত করা হয়। জালিয়াতির সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদও করেছে ভ্রাম্যমান আদালত।

জানুয়ারি ১১
০২:৩৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]