Daily Sunshine

তাগা ম্যান এখন আড়ং এর হালিশহর আউটলেটে

সানশাইন ডেস্ক: পুরুষদের জন্য আকর্ষনীয় ও নিত্য নতুন পোষাকের সমাহার নিয়ে তাগা ম্যান (ঞঅঅএঅ গঅঘ) এখন বন্দরনগরী চট্টগ্রামের আড়ং হালিশহর আউটলেট-এ। তাগা ম্যান এর সংগ্রহ শালায় রয়েছে চিরাচরিত পোষাকের সমান্তরালে ফরমাল এবং ক্যাজুয়াল পোষাক, সেই সাথে জুতা, ব্যাগ, ওয়ালেটসহ নানান এক্সেসরিজ পণ্যসামগ্রি।
ঞঅঅএঅ এবং ঞঅঅএঅ গঅঘ এর এক্সক্লুসিভ আউটলেট রয়েছে ঢাকা ধানমন্ডির সাতমসজিদ রোডস্থ ’গ্রীণ সিটি স্কয়ারে। এছাড়াও দেশজুড়ে আড়ং এর আরও ৬টি আউটলেট উত্তরা, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মগবাজার, এবং ময়মনসিংহে ঞঅঅএঅ এবং ঞঅঅএঅ গঅঘ এর পণ্যসামগ্রি রয়েছে। একই সাথে অনলাইনের মাধ্যমে ধধৎড়হম.পড়স/ঃধধমধ এই ঠিকানায় গিয়ে ঞঅঅএঅ গঅঘ ’র পণ্যসামগ্রি ঘরে বসেই ক্রয় করার সুযোগ রয়েছে। ঞঅঅএঅ গঅঘ দেশের অন্যতম লাইফস্টাইল রিটেইল চেইন ব্র্যান্ড আড়ং এর একটি সাব ব্র্যান্ড যা ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজের একটি উদ্যোগ।

জানুয়ারি ১০
০৩:২০ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]