স্টাফ রিপোর্টার: সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ এ প্রদর্শিত হবে শিশুতোষ চলচ্চিত্র বুট পালিস। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাজশাহীর তরুণ চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন। নয় দিন ব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারী থেকে। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এ উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারী পর্যন্ত। ৭২টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র এ উৎসবের ৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে। উৎসবের দ্বিতীয় দিন ১১ জানুয়ারী বিকেল ৩টায় ঢাকাস্থ জাতীয় যাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন ভেন্যুতে বুট পালিস প্রদর্শিত হবে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুট পালিস
জানুয়ারি ১০
০৩:২০
২০১৯