Daily Sunshine

নগরীতে প্রতিবদ্ধীদের উন্নয়ন বিষয়ক সভা

প্রেস বিজ্ঞপ্তি : নগরীর ভাটাপাড়া মহল্লায় রাজশাহী বধির ফোরামের আয়োজনে প্রতিবন্ধী কল্যাণ কার্যালয়ে প্রতিবন্ধীদের উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সভায় প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধীদের উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
বিশেষ অতিথি রাজশাহী বধির ফোরামের সভাপতি ফারুক হোসেন, এনজিও কর্মী এনামুল হক, সমাজসেবক তরিকুল ইসলাম লোটাস, রায়হান মুনীর, ওয়াহিদুল আলম মোমিন, শাহরিয়াদ আহমেদ চৌধুরী ইমন।
সভাপতিত্ব করেন হাসানুর রহমান বনি। বক্তব্য রাখেন রাজশাহী বধির ফোরামের ক্রীড়া সম্পাদক তফিকুর রহমান শ্যামল, এনজিও কর্মী এনামুল হক।এ সময় উপস্থিত ছিলেন শফিউল আলম রাজু, আব্দুল্লাহ ওয়াকি তানিম সহ ফোরামের সদস্যবৃন্দ। প্রধান অতিথি কাউন্সিলর কামরু তার বক্তব্যে বলেন প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান তারা সমাজের বোঝা নয় বরং তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব। তাদের প্রতি সঠিক মূল্যায়ন করে তাদের জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা গহণের জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।

জানুয়ারি ১০
০৩:১৮ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]