Daily Sunshine

আ’লীগ নেতা জগলুল আহমেদের মায়ের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জেড.এম জগলুল আহমেদ এর মাতা সোমবার সন্ধ্যা ০৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
তার মৃত্যুতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তার জানাযার নামাজ বৃহষ্পতিবার বাদ যোহর মহিষবাথান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মহিষবাথান গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাবলু সরকার, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজীব, সদস্য এনামুল হক কলিন্স, নফিকুল ইসলাম সেল্টু, শরিফুল ইসলাম বাবু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চুসহ নেতৃবৃন্দ।

জানুয়ারি ০৯
০৩:২০ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]