চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে ডা. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এসময় বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার রুমি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম।
পরে, প্রধান অতিথি সাঁতার প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জে সাঁতার প্রশিক্ষণ সনদ বিতরণ
Spread the love
জানুয়ারি ০৮
০৩:২৬
২০১৯