Daily Sunshine

ইঞ্জিনিয়ার এনামুলকে মন্ত্রী চান মুক্তিযোদ্ধারা

বাগমারা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মত রাজশাহী-৪ বাগমারা আসন থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা।
সেই সাথে বাগমারা গণমানুষের ভালবাসাই সিক্ত হওয়া সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে মহান সংসদে মন্ত্রীত্ব দেয়ার দাবী জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে। নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে মন্ত্রীত্ব দেয়ার দাবীতে রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে ভবানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মুক্তিযোদ্ধাদের এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ডিপুটি কমান্ডার নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আজাহার আলী, মকবুল হোসেন, হযরত আলী, রেজাউল করিম, মকবুল হোসেন, নিয়ামতুল্লাহ, গাজীউর রহমান, আহাদ আলী, হাফিজুর রহমান, কাজিমুদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুল খালেক, দবির উদ্দীন আহাদ আলী। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

জানুয়ারি ০৭
০৩:২০ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]