মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার অপসারণ করল গ্রীণ মহাদেবপুর, ক্লিন মহাদেবপুরের সদস্যরা। জানা গেছে ৬ জানুয়ারি সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মহাদেবপুর শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার, ব্যানার অপসারণ অভিযান চলে। গ্রীণ মহাদেবপুর, ক্লিন মহাদেবপুরের রূপকার ও উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ এতে নেতৃত্ব দেন।
এ সময় অন্যদের মধ্যে বিশিষ্ট শিল্পপতি আব্দুল জব্বার, ওসমান গণি, সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা বাবু অজিত মন্ডল, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বরুণ মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ লিটনসহ গ্রীণ মহাদেবপুর, ক্লিন মহাদেবপুরের প্রায় ৬০ জন সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন।
প্রায় ৬ মাস ধরে মহাদেবপুর শহর পরিচ্ছন্ন রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গ্রীণ মহাদেবপুর, ক্লিন মহাদেবপুরের সদস্যরা বিভিন্নভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
মহাদেবপুরে ভোটের পোস্টার অপসারণ করল গ্রীণ-ক্লিন সদস্যরা
Spread the love
জানুয়ারি ০৭
০৩:১৭
২০১৯