সানশাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং মন্ত্রিপরিষদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে তাকে শেষ বিদায় জানিয়েছেন। রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নেতার প্রথম নামাজে জানাযা শেষে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান।
পরে শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কফিনে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি সেখানে সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
বর্তমান রাজনৈতিক অঙ্গনের একজন শ্রদ্ধাভাজন রাজনীতিক, জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সৈয়দ আশরাফকে বিদায়ী শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
জানুয়ারি ০৭
০৩:১৫
২০১৯