স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় গাছ থেকে পড়ে আজাহার আলী নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পুর্বে নিজ গ্রামের একটি আম বাগানে শুখনা ডাল (খড়ি) ভাংতে গেল এ দুঘটনা ঘটে। মৃত আজাহারের বাড়ি উপজেলার কলিগ্রাম এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার একই গ্রামের রতন আলী নামে এক ব্যাক্তির আম বাগান গিয়ে গাছে উঠে শুখনা (খড়ি) ভাংছিল আজাহার আলী (৫০)। এ সময় আকষ্মিক ভাবে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যান তিনি। এর পর ওই গ্রামের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিলে কর্মবত চিকিৎসক আজাহার আলীকে মৃত বলে ঘোষাইা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০ টায় নিজ গ্রামে জানাযা শেষে আজাহার আলীকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বাঘায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জানুয়ারি ০৬
০৩:২২
২০১৯