Daily Sunshine

নগরীতে যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার: নগরীর চণ্ডিপুর থেকে সফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ নিখোঁজের ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেজে, তিন মাস আগে থেকে হড়গ্রাম কোর্ট বাজারে সফিকুল তার শ্বশুরের মুরগির দোকানে দেখভাল করেন। বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পরে দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। সফিকুলের উচ্চতা সাড়ে ৪ ফুট, গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরণে শার্ট ও প্যান্ট পরিহিত ছিল। এ বিষয়ে তার স্ত্রী তানজিনা আক্তার চিন্তা বাদি হয়ে রাজপাড়া থানা রাজশাহীতে একটি জিডি করা হয়েছে। কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে মোবাইল: ০১৯৮২-৪২০১৩১ যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, সফিকুল ইসলাম নরসিংদী জেলা বেলাবো থানার পশ্চিম পোড়াদিয়া টেকের বাড়ি গ্রামে চান মিয়া ছেলে।

জানুয়ারি ০৫
০৩:২৮ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]