Daily Sunshine

বাগাতিপাড়ায় মাদকসহ প্রাইভেটকার জব্দ, একজন আটক

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোররের বাগাতিপাড়ায় পুলিশ প্রাইভেটকারের ভেতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করা হয়। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক প্রাইভেটকার চালক ও মালিক তরিকুল ইসলাম (৪৬) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামের আহমেদের ছেলে। বাগাতিপাড়া মডেল থানার এসআই মইনুল হক ও এএসআই গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লোকমানপুর রেলগেটে ওই প্রাইভেটকারটিকে (নম্বর ছাড়া সিলভার কালার) চ্যালেঞ্জ করা হয়। এসময় একটি বস্তায় থাকা ৯০ বোতল ফেনসিডিলসহ তরিকুলকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বাগতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, ‘বিদেশী অবৈধ মালামাল আনা-নেওয়ার অপরাধে আটক তরিকুলের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদ করা হয়েছেবলে জানান তিনি।’

জানুয়ারি ০৫
০৩:২৭ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]