Daily Sunshine

মোহনপুরে স্টার প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে স্টার প্রিমিয়ারলিগ (এসপিএল)-১৯ এর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্টার প্রিমিয়ারলিগ আয়োজনে দিনব্যাপি মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্টার প্রিমিয়ারলিগ সপ্তম আসর ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করে স্টার মার্কস, স্টার ফাইটারস, ইয়াং স্টার দল। খেলায় চ্যাম্পিয়ন হয় স্টার ফাইটারস, রানার্স আপ হয় ইয়াং স্টার।
খেলায় উপস্থিত ছিলেন স্টার প্রিমিয়ারলিগ-১৯ প্রতিষ্ঠা সভাপতি মনোয়ার হোসেন সোহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক ওবাদুল কবির রাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক মুক্তাকিন আলম সোহেল, শিমুল, আমজাদ,উৎপল কুমার, বাবু, ওয়াজেদ আলী। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় সলিম।

জানুয়ারি ০৫
০৩:২৩ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]