Daily Sunshine

রহনপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং এর বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ১৯১৮ সালে স্থাপিত এই স্কুলটির পুরনো ভবনটি ১৯৯৫-৯৬ সালের অর্থ বছরে পূনঃনির্মাণ করা হলেও সম্প্রতি ওই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই ভবনটি রসে যায়। ভবনটিতে ৩টি শ্রেণি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ ও অপর দুটি শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সম্প্রতিকালে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে দীর্ঘ ২৫ বছর আগে সংস্কার করা ওই ভবনটির ছাদের প্ল¬াস্টার খুলে খুলে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এ পুরনো ভবনটির দ্রুত সংস্কার না করলে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে শিক্ষক-শিক্ষার্থীরা। তাই এলাকাবাসীসহ শিক্ষক-শিক্ষার্থীরা ভবনটির দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছে।

জানুয়ারি ০৪
০৩:১২ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]