স্টাফ রিপোর্টার : নওহাটা পৌর মেয়র মরহুম আব্দুল গফুর’র চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিাকলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজে মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আব্দুল গফুরের ছেলে ও রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল কবির রুনু। জেলা যুবলীগ সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তাক আহমেদের পরিচালনায় স্মৃতি চারণ করেন নওহাটা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, জেলা আওয়ামী লীগ শিল্প বিষয়ক সম্পাদক মনসুর রহমান।
অতিথি ছিলেন, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ফারুক হোসেন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, সাধারণ সম্পাদক আব্দুল মাননান, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু।
বক্তব্য রাখেন নওহাটা পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি ওয়াজেদ আলী খান। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান (আতা), আব্দুল মান্নান, নওহাটা পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন শ্রীপুর জামে মসজিদের পেশ ইমাম ইদ্রিস আলী।
নওহাটা পৌর মেয়র মরহুম আব্দুল গফুর’র মৃত্যু বার্ষিকী পালিত
Spread the love
জানুয়ারি ০৪
০৩:০৯
২০১৯